সন্ত্রাসী হামলার প্রতিবাদে চমেকে বিক্ষোভ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে চমেকে বিক্ষোভ 1নিজস্ব প্রতিবেদক : বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসকের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ইন্টার্ন ডাক্তারদের কথা কাটাকাটির জের ধরে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চমেক ছাত্রলীগ।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে চমেক পূর্ব গেট থেকে মেইন গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। এরপর মানববন্ধন, অবস্থান ধর্মঘট করেন শিক্ষার্থীরা।

 

সমাবেশে বক্তব্য দেন চমেক ছাত্র সংসদের সাবেক ভিপি আরমান উল্লাহ চৌধুরী, ডা. তারেকুল ইসলাম রাতিন, বর্তমান সভাপতি নাহিদ হাসান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ রানা, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. গোলাম দস্তগীর প্রিন্স, সাবেক আহ্বায়ক ডা. রাশেদুর রেজা সানি প্রমুখ।

বক্তারা আহত মিতুল, সাব্বির, শোয়েব, সজীব, ফয়েজ, সুফিয়ান, নাঈম, আকাশ, জয়, মাহমুদ ও রাহাতের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!