খুলে দেওয়া হলো টানেল, সচল চট্টগ্রামের বিমানবন্দর

ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বিমানবন্দর ও ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু টানেল চালু হয়েছে।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচলের জন্য খুলে নেওয়া হয় টানেল।

কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী (টোল, ট্রাফিক ও ইএমই) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে।

এদিকে সোমবার ভোর ৫টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা এইচএম মোসাদ্দেক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমাল স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বৃষ্টি ঝরিয়ে এটি দূর্বল হয়ে পড়বে। পাশাপাশি বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!