সওজের অভিযান, পটিয়ায় ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপুল বাইপাস সেতু এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে সরকারি জায়গার ওপর গড়ে উঠা ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম। তিনি বলেন, ‘আমরা সরকারি জায়গার উপর স্থাপিত সব দালানকোটা ও দোকানকে সরিয়ে নেওয়ার জন্য গত মাসের ২৫ তারিখ নোটিশ দিয়েছি এবং মাইকে প্রচার করেছি। পটিয়া ইন্দ্রপুল বাইপাস সংলগ্ন সেতু প্রকল্পের কাজ যাতে নির্বিগ্নে হতে পারে সেজন্য আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!