স্কুলের গাছ কেটে নিচ্ছেন বোয়ালখালীর চেয়ারম্যান!

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউসি উচ্চ বিদ্যালয়ে গত ৯ মার্চ স্কুল বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে কাউকে কিছু না জানিয়ে গায়ের জোরে বিদ্যালয়ের প্রায় দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের বড় বড় সর স্কুলের গাছ কেটে নিচ্ছেন বোয়ালখালীরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য চরণদ্বীপ ৭ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য গাছ কাটার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। স্কুল কমিটির সদস্যরা বলেছেন, এক একটি গাছের বয়স প্রায় এক যুগের বেশি। বড় বড় মোট চারটি গাছ কাটা হয়েছে যার মূল্য প্রায় দেড় লাখ। সরকারি স্কুলের গাছ কেটে এভাবে স্কুলের পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে চরণদ্বীপ ৭ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘আমি স্কুলের দাতা সদস্য। গাছ কাটার বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি নিজেও প্রধান শিক্ষককে বারবার বলেছি স্কুলে গাছ লাগাতে। কে বা কারা গাছ কেটেছে আমি জানি না।’

এ বিষয়ে চরণদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আলম বলেন, ‘আমি কিছু বলতে চাই না। বললে আমার চাকুরির ক্ষতি হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে কথা বলেন।’

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চেয়ারম্যান কর্তৃক গাছ কাটার বিষয়টি জেনে তাৎক্ষণিক আমি গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছি। চরণদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। তবে গাছ কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসকেএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!