লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, ভারতীয় নাগরিকসহ আহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একজন ভারতীয় নাগরিকসহ দু’জন আহতও হয়েছেন।

শুক্রবার (৩ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতী ফরেস্ট অফিসের কাছে খাঁ দীঘি এলাকায় একটি প্রাডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আসলাম (২৫)। তার বাড়ি শেরপুর।

জানা গেছে, দুর্ঘটনার শিকার গাড়িতে পাঁচজন যাত্রী ছিল। যাদের দু’জন সুস্থ আছেন। বাকি দু’জনকে আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক বাবুল মিয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। দু’জন আহত হয়েছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে আমরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আরেকজনের চোট অতটা গুরুতর নয়।’

দুর্ঘটনায় আহত ভারতীয় নাগরিক জম্মু কাশ্মীরের বলে জানিয়েছেন বাবুল মিয়া।

এআরটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!