লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধনে ত্রাণ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কোন দুর্যোগে মানুষের পাশে থাকেন। লোহাগাড়া-সাতকানিয়াসহ দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

লোহাগাড়া উপজেলা পাবলিক মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) বীর মুক্তিযোদ্ধা এবিএম তাজুল ইসলাম এমপি, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে টাকা, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। লোহাগাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের লোকজনের হাতে প্রথম ধাপে ত্রাণসামগ্রী দেওয়া হবে।

লোহাগাড়া-সাতকানিয়া এলাকায় মানুষ বেশি ক্ষতিগ্রস্থ উল্লেখ করে ক্ষতিগ্রস্থদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করে দ্রুত জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত সচিব কেএম আব্দুল ওয়াদুদ, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব।

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও প্রশাসন) কবির আহমেদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু , উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরীসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!