রেল স্টেশনে জেলা প্রশাসনের অভিযানে ১২ জনকে জরিমানা

চট্টগ্রাম রেল স্টেশনে জেলা প্রশাসনের অভিযানে বিনা টিকিট, রেলের ছাদে ভ্রমণ ও উম্মুক্তস্থানে ধৃুমপান করার অপরাধে ১২ জনকে জরিমানা করা হয়। রোববার (১ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানটিতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

রোববার সকালে রেল স্টেশনে সুবর্ণা, বিজয় একপ্রেস, চট্ট্রলা, মেইল রেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজয় এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণের জন্য ৩ জন, মেইল ট্রেনের ছাদে পাহাড়তলী থেকে ক্রিকেট খেলতে আসা ৬ ছাত্রকে এবং উম্মুক্তস্থানে ধুমপানের দায়ে ৩ জনসহ মোট ১২ জনকে ২ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে রেলের ছাদে ভ্রমণ নিষিদ্ধ করে রেল মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা মো. শফিকুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপিতে বলা হয় রেলের ছাদে ভ্রমণে রেলওয়ে আইন ১৯৯০ সালের ১২৯ ধারা অনুযায়ী একবছর কারাদণ্ড, জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!