রিয়াজউদ্দিন বাজার বসবে রেলস্টেশন পার্কিং কর্নারে

নগরীর রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্ণারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ওই স্থানে কাঁচা বাজারের উদ্বোধন করবেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রিয়াজুদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এ বাজার স্থাপন করা হয়েছে নতুন রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্ণারে। রিয়াজ উদ্দিন বাজারে যারা ঘরের কাঁচাবাজার করতে যান তাদেরকে শুক্রবার থেকে এখানে আসতে হবে। রিয়াজ উদ্দিন বাজারের খুচরা কাঁচাবাজার বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘করোনা প্রতিরোধে সহায়ক সকল ব্যবস্থা রাখা হয়েছে এই বাজারে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকল ব্যবসায়ী, বিক্রেতা এবং ক্রেতাদের বাধ্যতামূলক হ্যান্ডগ্লাভস, মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পড়তে হবে। যদি কেউএর ব্যত্যয় ঘটায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এনজে/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!