রাউজানে শিক্ষার্থীদের গীতা দিলো ইসকন

চট্টগ্রামের রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সনাতনী শিক্ষার্থীদের শ্রীমদ্ভগবত গীতা দিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ‘বাঁশখালী শ্রীগদাধর পন্ডিত ধামের‘ সার্বিক ব্যবস্থাপনায় এসব গীতা বিতরণ করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক প্রকাশ দেবের সঞ্চালনায় গীতা বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসকন নন্দনকাননের যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী।

আরও বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, প্রভাষক মিহির বিশ্বাস, সিনিয়র শিক্ষিকা সোমা ধর, ইসকন যুবগোষ্ঠীর পরিচালক রণবীর মাধব দাস ব্রহ্মচারী, যুব প্রচারক রুপেশ্বর নিতাই দাস ব্রহ্মচারী, অচিন্ত্য শ্যাম দাস ব্রহ্মচারী, ভক্ত রাহুল দাস।

ইসকনের প্রতিষ্ঠতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ১৩০টিরও বেশি ভাষায় সংকলিত ‘শ্রীমদ্ভগবত গীতা যথাযথ’ গুরুত্ব এবং গীতা অধ্যায়নের গুরুত্ব সম্পর্কে উপস্থিত বক্তারা আলোচনা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!