আরএসআরএম’র মাকসুদুরসহ ৪ মালিকের বিরুদ্ধে হুলিয়া

১৮৮ কোটি টাকার ঋণখেলাপি মামলায় আদালতের আদেশ অবমাননা করায় রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) এর চার মালিককে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আরএসআরএম’র চার মালিক হলেন মিজানুর রহমান, মারজুনুর রহমান, মো. আলাউদ্দিন ও মাকসুদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ‘গত বছরের ২৭ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের ১৮৮ কোটি ২৬ লাখ ৫৩ হাজার ৩০৭ টাকা আদায়ের সার্থে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক আরএসআরএম’র মালিকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু আজ (বৃহস্পতিবার) ধার্য তারিখে তারা আদালতে হাজির না থাকায় চার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও বলেন, এর আগে আরএসআরএম’র মালিকের পক্ষে অসুস্থতাজনিত কারণে সময়ের আবেদন করেন। আদলত তা নামঞ্জুর করেন।

এর আগে গত বছরের ৮ আগস্ট মার্কেন্টাইল ব্যাংক চট্টগ্রাম জুবলি রোড শাখার ১৮ কোটি ২ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত।

এছাড়া আদেশ পাওয়ার পর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে রিসিভারকে দরখাস্তের তপশীলে বর্ণিত সম্পত্তির ভাড়া আদায় করে পে-অর্ডার মূলে চট্টগ্রামের অর্থঋণ আদালত বরাবরে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মেডিয়েশন বিষয়ে পদক্ষেপ এবং রিসিভারের প্রতিবেদন প্রাপ্তির জন্য আগামী ১২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!