যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না: বিজয় বসাক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেছেন, ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না। এ স্লোগানকে বুকে ধারণ করে আসুন আমরা মাদককে সামাজিক প্রতিরোধ করি।

তিনি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা যোগাতে এবং সন্ত্রাস মাদক ইভটিজিংবিরোধী কাজে অভিভাবকদের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চান্দগাঁওয়ে সিডিএ স্কুল অ্যান্ড কলেজে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ইভটিজিংবিরোধী স্কুল কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী উদ্যোগ প্রিয় চট্টগ্রামের সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম।

যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না: বিজয় বসাক 1

বিশেষ অতিথি ছিলেন সিএমপির এডিসি প্রশাসন (উত্তর) আশিকুর রহমান ও এসি (পাঁচলাইশ) দেবদূত মজুমদার।

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্যারিবল্ডি ডিরেক্টর ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ও প্রিয় চট্টগ্রামের সভাপতি লায়ন মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাই লালকার্ডে ‘না’ লেখা শব্দটি দিয়ে প্রতিজ্ঞা করেন।

আদর/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!