সদস্য বাড়াতে জেএমবির টার্গেট কক্সবাজার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে জেএমবির ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টায় শন্তিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল আব্দুল্লাহ আল সাইদ (৪৫) ও ইসমাইল (৩৩)। সাইদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ির ডোমকুলী গ্রামে ও ইসমাইল কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ার ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান। তিনি বলেন, ‌‘কয়েকজন জেএমবির সদস্য দাওয়াতি কাজে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে এমন খবর পেয়ে পটিয়ার শান্তিরহাট চেকপোস্ট বসায়। একপর্যায়ে সাইদ ও ইসমাইলকে করতে সক্ষম হই। এ সময় তাদের দেহ তল্লাশি করে পাওয়া যায় ৬টি উস্কানিমূলক বই, ৬৬টি দাওয়াতি বই ও লিফলেট।

দু’জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ ও রামু এলাকায় তাদের প্রচারের কাজ চালায়। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের হাদিস ও কোরআনের আয়াতের উদ্ধৃতি অপব্যাখ্যা করে জঙ্গী ও জিহাদী চেতনায় অংশগ্রহণের জন্য উঠতি বয়সী যুবক ও নিরীহ জনসাধারণের মধ্যে জঙ্গী উস্কানিমূলক বক্তব্য প্রচার করতো।

আটক জেএমবির ২ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে বলেও জানান মাশকুর রহমান।

এইচটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!