মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ১৬, শনাক্ত বেড়ে ২০৯৯৫

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ছেই। দিন যত যাচ্ছে, সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর হারও বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৩০ জন। ফলে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।

শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৩১ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। মৃত্যুদের মধ্যে ঢাকা ১২ জন, চট্টগ্রামে ২জন, ঢাকার বাইরে ২জন।

অন্যদিকে, চট্টগ্রামে ১৫ মে পর্যন্ত মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬৪১ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৬১ জন। আর উপজেলাতে রোগীটির সংক্রমণের সংখ্যা ১৮০ জন। ভাইরাসটির সংক্রমণে চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার ব্যক্তি শনাক্ত করতে যেখানে ৫৮ দিন সময় লেগেছিল, সেখানে পরের ১০ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে মাত্র ১১ দিনেই। এর মধ্যে আবার শেষ পাঁচ হাজার সংক্রমণ শনাক্ত হতে সময় লেগেছে মাত্র চার দিন।

১০০ সংক্রমণ ৩০ দিনে
১ হাজার সংক্রমণ ৩৮ দিনে
৫ হাজার সংক্রমণ ৫০ দিনে
১০ হাজার সংক্রমণ ৫৮ দিনে
২০ হাজার সংক্রমণ ৬৯ দিনে

ক্রমেই সংক্রমণ বাড়তে থাকায় ১০ হাজার থেকে ১৫ হাজার সংক্রমণ শনাক্ত হতে সময় লাগে এক সপ্তাহ, অর্থাৎ ঠিক ঠিক সাত দিন। আর সবশেষ পাঁচ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে গত চার দিনে। অর্থাৎ শেষ ১১ দিনেই ১০ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!