পটিয়ায় রং কারখানা আগুনে পুড়ে ছাই

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে একটি রং কারখানা পুড়ে গেছে।

শনিবার (১৬ মে) সকাল দশটার দিকে একটি বন্ধ রং কারখানায় আগুন লেগে স্থানীয় গিয়াস উদ্দিনের মালিকানাধীন নাফি’উ পেইন্ট নামের রং কারখানায় আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এবং পাশ্ববর্তী উপজেলা বোয়ালখালী ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

পরে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়-কারখানাটির ভিতর রং তৈরির দার্য পদার্থ থাকার কারনে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।

এ ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, মুঠোফোনে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী সহ তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একসাথে চেষ্টা চালিয়ে ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লাখ টাকার হতে পারে বলে অনুমান করছেন এ কর্মকর্তা।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!