মুক্তিযোদ্ধাদের ঘরে যাচ্ছে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উপহার

চট্টগ্রাম নগরীতে রমজান উপলক্ষে মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে
এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

নগরী কাজীর দেউড়ির মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদ কার্যালয়ের সামনে বুধবার (২২ এপ্রিল) এ কার্যক্রম শুরু করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় এ কার্যক্রম উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মহসিন।

এ সময় উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের কো চেয়ারম্যান জনাব মো. মনছুর আলম, নৌ কমান্ডো মো. হোসেন, মো. মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রাহুল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, নগর ছাত্রলীগ নেতা জিসান আলম, সদস্য ফয়সাল অভি, আব্দুর রহিম জিসান, সাহিন আলম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, রাসেল মাহামুদ, জয় বড়ুয়া, মাহফুজ, ফারহান চিসতি প্রমুখ।

এ বিষয়ে আজিজুর রহমান আজিজ বলেন, ‘নগরীকে আমরা চারটি জোনে ভাগ করেছি। এ চারটি টিম বীর মুক্তিযুদ্ধদের ঘরে ঘরে গিয়ে তাদের এই উপহার সামগ্রী পৌঁছে দিবে।’

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!