মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তের পরিবার।

জানা গেছে, গত সোমবার (৬ মে) দিবাগত রাত ১০ টায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে তিন ভাই মো. সোলেমান, আবুল কালাম আজাদ ও শফিউল আলমের নয় কক্ষের কাচাঁ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মিরসরাই ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা রবিউল আজম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সোমবার রাতে সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মিরসরাই ফায়ারসার্ভিসের ২ ইউনিট ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ১ ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, অগ্নিকান্ডে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা গেছে প্রায় বিশ লাখ টাকার মালামাল। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!