মাটিরাঙ্গায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কম্পিউটার ও বেকার যুব মহিলাদের সেলাই প্রশিক্ষণ পরিচালিত হয়। মাটিরাঙ্গা জোন আয়োজিত এ প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (৭ মে ) সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার।

এ সময় মাটিরাঙ্গা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ চন্দ্র দাশ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামছুল হক, সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরাসহ, পদস্থ সামরিক কর্মকর্তাগণ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে মাটিরাঙ্গা সেনা জোন চলতি বছরের জানুয়ারি মাসে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্স শুরু করে। দীর্ঘ কোর্স শেষে মঙ্গলবার (৭ মে) প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। চলতি বছরের জুনে নতুন ব্যাচে পুনরায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন কোর্স শুরু হবে বলে জোনের পক্ষ থেকে জানানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!