মডেল সানাইয়ের ছবি লাগিয়ে এসিআই কোম্পানির ‘অশ্লীল ভিডিও’, চট্টগ্রামে গ্রেপ্তার যুবক

আলোচিত মডেল সানাই মাহবুবের ছবি ব্যবহার করে নির্মিত ‘অশ্লীল ভিডিও’ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল শীর্ষস্থানীয় এক শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার নামে। এই কাজে জড়িত সন্দেহে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে মো. দৌলত খান নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

অভিযোগসূত্রে জানা গেছে, এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসের নামে ফেসবুকে চলছিল ‘অনৈতিক কাজ’। ইয়ামাহা মোটরসাইকেলের ওপর বসানো মডেল সানাইয়ের ছবি, এসিআই কোম্পানির বিভিন্ন পণ্যের ছবিতে মডেল সানাইয়ের ছবি লাগিয়ে বাজে মন্তব্য ছাড়াও অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও আপলোড করছিলেন বায়েজিদের ওই যুব্ক।

অভিযোগ পেয়ে ওইসব ভিডিও আপলোডকারী সন্দেহে মো. দৌলত খান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ সময় দৌলতের কাছ থেকে সানাইয়ের ছবি এডিট করে ইয়ামাহা মোটরসাইকেলের ওপর বসিয়ে দেওয়া ছবি, এসিআই কোম্পানির বিভিন্ন পণ্যের ছবি দিয়ে বাজে মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি সংযুক্ত ভিডিও এবং একটি স্যামসাং গ্যালাক্সি এ৭ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!