ভাসানচরে জাতিসংঘ শরণার্থী সংস্থার কর্মকর্তাদের সামনে রোহিঙ্গাদের বিক্ষোভ, ভাঙচুর

নোয়াখালীর ভাসানচর পরিদর্শনে যাওয়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র দুই কর্মকর্তার সামনে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। এ সময় পুলিশ বিক্ষোভ থামাতে গেলে রোহিঙ্গারা ইট পাটকেল ছুড়ে বিভিন্ন স্থাপনায় ভাংচুর করে।

জানা গেছে, কক্সবাজারের জেলার বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে সোমবার ভাসানচর যাব জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস।

এ সময় রোহিঙ্গারা দুই কর্মকর্তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

কিছুদিন ধরে বিভিন্নভাবে ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ধরা পরছে রোহিঙ্গারা। কক্সবাজারে পরিবারের একাংশকে রেখে এখানে থাকতে আগ্রহীনা বেশিরভাগ রোহিঙ্গাই। তারা আজকেও এই দুই কর্মকর্তার উপস্থিতিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা ভাংচুর শুরু করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, ‘সোমবার সকালে ইউএনএইচসিআর’র প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে যান। তারা সেখানে বিক্ষোভ আরম্ভ করে। পুলিশ তাদের সামনে ব্যারিকেড দিতে যায়। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ওয়ার হাউসে ভাঙচুর চালিয়েছে। তবে এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!