বৃহস্পতিবার থেকে ঘরের বাইরে বেরোলেই কঠিন শাস্তি

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ছয়টা থেকে ঘরের বাইরে কাউকে দেখা গেলেই কঠোর শাস্তি দেওয়া হবে। ওইদিন থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার।

অন্য সময় তুলনামূলক নমনীয় মনোভাব থাকলেও সরকারের পক্ষ থেকে এবার বলা হয়েছে, জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানকারী ব্যক্তিরাই এর আওতার বাইরে থাকবেন।

কঠোর বিধি-নিষেধ নিশ্চিতে মাঠে করবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে ওই বিবরণীতে জানানো হয়েছে।

এছাড়া মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!