বিসিক শিল্পনগরীতে কল্পনা কমোডিটিকে ছয় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও খাবার অনুপযোগী খাদ্যদ্রব্য উৎপাদন করে বাজারজাত করার অপরাধে জগদীশ ঘোষের মালিকানাধীন কল্পনা কমোডিটিস কোম্পানিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির জন্য মজুদ করা খাবার অনুপযোগী নিম্নমানের ২০০ কার্টন পাম্প অয়েল ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, একই অভিযানে রাস্তার ওপর নির্মাণসামগ্রী স্তুপ করার অপরাধে সাজিনাজ অ্যান্ড জিন্স লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!