বিনামূল্যের করোনা পরীক্ষা আর নয়, বসছে ফি

অনুমোদনের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদন পেলেই বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আর হবে না। নির্ধারিত অংকের টাকা দিয়েই নমুনা পরীক্ষা করাতে হবে। সরকারি ল্যাবে করোনার পরীক্ষায় ফি বসানোর জন্য একটি প্রস্তাব ইতিমধ্যে অর্থ বিভাগে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগ থেকে।

ফি বসানোর পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, বর্তমানে করোনার যে পরীক্ষা হচ্ছে, সেটি ব্যয়বহুল। এতে বিপুল অংকের অর্থ ব্যয় হচ্ছে। বিনামূল্যে এই পরীক্ষার সুযোগ রাখায় নানাভাবে এর অপব্যবহার হচ্ছে। এই অপব্যবহার রোধ করতে ফি বসানোর নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই। গত ৩০ মে করোনা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা দেন।

বর্তমানে সারা দেশের ৬৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে প্রতিদিন নমুনা পরীক্ষা হচ্ছে। চট্টগ্রামে সরকারিভাবে চারটি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে বিনামূল্যে। এগুলোতে গড়ে সবমিলিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। অন্যদিকে বেসরকারি দুটি ল্যাব শেভরন ও ইমপেরিয়াল হাসপাতাল সাড়ে তিন হাজার টাকা ফি নিয়ে করোনা পরীক্ষা শুরু করেছে চট্টগ্রামে।

২৬ জুন পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, সারা দেশের ৬৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!