বিজয় মঞ্চে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

মুক্তিযুদ্ধের বিজয় মেলার অস্থায়ী মঞ্চে নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা।

শুক্রবার (৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে বিজয়ের আড্ডা।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরেন অপারেশন জ্যাকপটখ্যাত সুইসাইড স্কোয়াডের নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, শহর গেরিলা কমান্ডার অমল মিত্র, মো. ইউসুফ, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমেদ, মহিউদ্দিন রাশেদ, নির্মল কান্তি নাথ, নৌ কমান্ডো আনোয়ার মিয়া, দেওয়ান মাকসুদ, হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা জাহেদ আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ফেরদৌস হাফিজ খান রুমুসহ ১৩ জন সম্মুখ সমরে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছি। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও সঠিক ইতিহাস নতুন প্রজম্মকে জানতে হবে। নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

শহর গেরিলা কমান্ডার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুন চৌধুরী , চন্দর ধর, মহানগর যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক এটলি, শ্রমিক লীগ নেতা আবুল হোসাইন আবু, যুবলীগ নেতা নূরুল আনোয়ার, সেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত বেলাল, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জিনাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ নেত্রী জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, বেসরকারি কারা পরিদর্শক মোস্তারী মোরশেদ স্মৃতি, আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন চৌধুরী প্রমুখ।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!