বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল কোতোয়ালীতে

বিএনপি’র ডাকা বিক্ষোভ মিছিলের নামে নৈরাজ্যের প্রতিবাদে মাঠে নেমেছে যুবলীগ নেতাকর্মীরা।

এ উপলক্ষে সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় জনগণের নিরাপত্তায় রাজপথে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত।

মিছিলটি চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন যুবনেতা মোস্তফা পলিন, শুভ দাশ, আহসান উল্লাহ ছাত্রনেতা মো. সাদ্দাম হোসেন, ইরফান আলী ফাহিম, ইমদাদুর রহমান রিয়াদ, মোর্শেদ আলী, মো. ইব্রাহিম পলাশ, অজয় দাশ, মিঠু দাশ, মোহাম্মদ সাব্বির , মোহাম্মদ হানিফ, আকবর আলী, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, শাহাদাত আহমেদ, শাহারিয়ার শুভ, ফয়সাল লিপু, মিনহাজ উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু বিক্ষোভ মিছিলের নামে জনগণের জানমালের ক্ষতি, ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে রাজপথে আওয়ামী যুবলীগ বিএনপিকে জবাব দেবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!