বায়েজিদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর অক্সিজেন মোড় এলাকায় থেকে কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালী থানার এক মামলায় সাজার পর তিনি এক মাস ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার আসামির নাম মো. আবুল কাশেম ওরফে কাশেম। তিনি কোতোয়ালী থানা এলাকায় থাকতেন।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ১ টার দিকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, পাহাড়তলী থানার এক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন আবুল কাশেম। সাজার পর থেকে তিনি এক মাস ধরে পলাতক ছিলেন।

বুধবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় আসামি থাকার খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কোতোয়ালী থানার পুলিশ।

কোতোয়ালী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল মজুমদার বলেন, কারাদণ্ডপ্রাপ্ত কাশেম দীর্ঘদিন পলাতক ছিলেন। অক্সিজেন এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কাশেমকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!