বাকলিয়ায় ব্যালট লুকিয়ে রাখলেন প্রিসাইডিং অফিসার

ভোট না দিয়ে ফিরে যান অনেকে

ভোটগ্রহণ চলাকালীন চট্টগ্রাম-৯ আসনের একটি কেন্দ্রে ভোটারের ব্যালট পেপার লুকিয়ে রাখেন এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। পরে আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এক ভোটারকে ব্যালট দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর আগে ব্যালট পেপার না দেওয়ায় অনেকে ভোট না দিয়ে ফিরে যান।

রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের নাম মুনতাসিরুল আলম। তিনি ভোট শেষ হওয়ার আগেই বিভিন্ন বুথ থেকে ব্যালট পেপার সরিয়ে নেন। ফলে অনেকেই বিকাল ৩টার দিকে ভোট দিতে গিয়ে ফেরত এসেছেন। অথচ নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়ার কথা।

এ বিষয়ে ভুক্তভোগী একই এলাকার ভোটার রিমন সাখাওয়াত বলেন, রোববার কাজ শেষে দুপুর আড়াইটার দিকে ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখি ব্যালট পেপার নেই। এসময় বিষয়টি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি জানতে চান সাংবাদিক কি-না। এরপর নানা তালবাহানার পর নির্দিষ্ট বুথে যেতে বলেন।’

রিমন বলেন, ‘পরে ৩টার দিকে তিনি বুথে এসে পরনের স্যুটের ভেতরের পকেট থেকে ব্যালট পেপারের বইটি বের করেন। এসময় ওই বুথে পোলিং অফিসারও ছিলেন না। পরে পোলিং অফিসারকে প্রিসাইডিং অফিসারের রুম থেকে ডেকে এনে আমাকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন।’

এ বিষয়ে জানতে প্রিসাইডিং অফিসার মুনতাসিরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!