বাঁশখালীর মোস্তাফিজের গাড়ি ভাঙচুর, ‘ভোট চোর’ স্লোগান

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুর হয়েছে। বেশ অনেকটা সময় তাকে কেন্দ্রে অবরুদ্ধ করেও রাখা হয়।

বাঁশখালীর মোস্তাফিজের গাড়ি ভাঙচুর, ‘ভোট চোর’ স্লোগান 1

এরপর ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

বাঁশখালীর মোস্তাফিজের গাড়ি ভাঙচুর, ‘ভোট চোর’ স্লোগান 2

এর আগে রোববার (৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে বাঁশখালীর উত্তর সরল সরকার প্রাথমিক বিদ্যালয়ে যান আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার বাড়ি সরল ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সরল কেন্দ্রটি দখল করতে চেষ্টা করেন এমপি মোস্তাফিজ। সেখানে স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি। এসময় তার গাড়ি ভাংচুর করেন স্থানীয়রা। এরপর কেন্দ্রেই অবরুদ্ধ অবস্থায় থাকেন এমপি মোস্তাফিজ।

সরেজমিনে দেখা গেছে, এরপর বিকেল চারটার দিকে তিনি কেন্দ্র থেকে বের হওয়ার সময় ভোট চোর, ভোট চোর বলে স্লোগান দিতে দেখা গেছে স্থানীয়দের। তার গাড়ি সামনের গ্লাস ও পেছনের গ্লাস ভাঙা অবস্থায় দেখা গেছে।

আরএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!