বাংলায় সাইনবোর্ড না লিখে জরিমানা গুনল হালিশহরের ৯ প্রতিষ্ঠান

থেমে নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ইংরেজি ভাষার বিরুদ্ধে অভিযান। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযানে জরিমানা গুনছে ছোট প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর এক্সেস রোড এলাকায় সাইনবোর্ডে বাংলা লেখা না থাকায় ৩২ হাজার টাকা জরিমানা গুনেছে ৯ প্রতিষ্ঠান।

এরমধ্যে পোর্ট কানেকটিং রোডের বে লিফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, কে বেকারিকে ২ হাজার টাকা, এপেক্স শো-রুমকে ৫ হাজার টাকা, বাইব্রেন্টকে ৩ হাজার টাকা, জেন্টেল পার্ককে ৫ হাজার টাকা, ব্লু মুনকে ৩ হাজার টাকা, হোলোল্যান্ডকে ২ হাজার টাকা, বাটা শো-রুমকে ২ হাজার টাকা, রিগ্যাল এম্পোরিয়ামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে সাত দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিরাপদ খাদ্য পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এক দোকানদারকে।

চসিক ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

চসিক ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, চসিকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরীর দুইটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!