বাঁশ বোঝাই ভটভটি হঠাৎ রেললাইনে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

মিরসরাই চিনকি আস্তানা স্টেশনের ধুমঘাট ব্রিজ সংলগ্ন আজমনগর ক্রসিংয়ে বাঁশ বোঝাই একটি ভটভটি রেললাইনে উঠে গেলে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি। এতে ভটভটিটি দুমড়ে মুচড়ে রেললাইন থেকে দূরে ছিটকে পড়ে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২ টায় এ ঘটনা ঘটে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিউটি) ওমর ফরুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ধুমঘাট ব্রিজ পার হওয়ার পর গ্রামীণ সড়ক থেকে একটা বাঁশ বোঝাই ভটভটি হঠাৎ করে রেললাইনে উঠে পড়ে। এসময় মহানগর প্রভাতি কাছাকাছি চলে আসায় ভটভটি ফেলে চালক সরে যান। মহানগর প্রভাতি ভটভটিকে ধাক্কা দিলে রেললাইন থেকে দূরে ছিটকে পড়ে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। ট্রেন চালকের দূরদর্শী নিয়ন্ত্রণের কারণেই আজ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেন ও ট্রেনে থাকা প্রায় ৬০০ যাত্রী। এ ঘটনায় প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এনজে/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!