বাঁশখালীর সাবের হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের কব্জায়

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি-জমা বিরোধের জেরে মো. সাবের হোসাইন হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার বাঁশখালীর খন্দকার পাড়ার মৃত মোজাহের আহম্মদের ছেলে।

জানা যায়, জমি-জমা বিরোধের জেরে গত ১৮ মার্চ নিহত সাবের হোসাইনকে তার আপন চাচাতো ভাই দেলোয়ার হোসেন দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে হাত-পা বিছিন্ন করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা নাজুক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। গত ১৯ মার্চ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানায় স্থানান্তর করা হয়েছে।

এএন/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!