বনরক্ষায় হাটহাজারীতে চেকপোস্ট স্থাপন

দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ডের সীমানা পাহাড় থেকে কাঠ কেটে চাঁদের গাড়িতে করে ইটভাটা ও অন্যান্য প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহার আসছিল একটি চক্র। পাহাড় থেকে কাট পাচার বন্ধ করতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কৃষিফার্মের সামনে চেকপোস্ট বসিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

জানা গেছে, চক্রটি রাতের আঁধারে পাহাড় থেকে কাঠ কেটে তা পৌরসভার ধলই, মির্জাপুর, ফরহাদাবাদ এলাকায়পাচার করে থাকে। গত বছর কাঠ পাচারের বাঁধা দেওয়ায় বনকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে।

এলাকাবাসীরা জানান, কিছু অসাধু বনকর্মীদের সঙ্গে যোগসাজসে গাছ কেটে বন উজাড় করছে চক্রটি।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!