ফতেয়াবাদ টু নিউমার্কেট রোডে যাত্রী হয়রানী

ফতেয়াবাদ টু নিউমার্কেট রোডে যাত্রী হয়রানী 1চৌধুরী মোহাম্মদ মাহবুবুল আলমঃ ৩ নং রোডে ফতেয়াবাদ, চৌধুরী হাট, বড়দীঘির পাড়, লালিয়ার হাট, আমান বাজার সহ অন্যান্য এলাকার হাজার হাজারী যাত্রী যাতায়ত করে। এই রোডে চলাচল করা মিনিবাস, সি এনজির যাত্রী হয়রানী যেন যাত্রীদের নিত্যদিনের সঙী। বাধ্য হয়েই যাত্রীদের এসব যানে চলাচল করতে হয়। অজ্ঞাত কারণে দীর্ঘদিন ৩ নং রোডে ফতেয়াবাদ থেকে কোতোয়ালী ,নিউমাকের্টে কোন বাস সার্ভিস চালু হচ্ছেনা। ফলে এই রোডের যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এসব মিনিবাসে সকালে অফিসগামী ও সন্ধ্যায় বাড়ি ফেরা মানুষের তিল ধারণের ঠাঁই থাকেনা। অনেকে সিএনজিতে চলাচল করে এক্ষেত্রে অতিরিক্ত সময় , অর্থ ব্যয় করতে হয়। মিনিবাসগুলোর বিরুদ্বে যাত্রীদের অভিযোগ ,রাস্তার মাঝখানে দাড়িয়ে যাত্রী উঠানামার কারণে পেছনে যান আটকে রাখা, যত্রতত্র যাত্রী উঠানামা, যাত্রীদের সাথে চরম খারাপ ব্যাবহার, বেশী ভাড়া আদায় । অনেক চালক, হেলপার যাত্রীদের সাথে মাস্তানের মত ব্যবহার করে। কোন ঝামেলা হলে ফোন করে রৌফবাদ , বড়দীঘিরপাড় থেকে আরো লোক জড়ো করে যাত্রীদের উপর ঝাপিয়ে পড়ে। সন্ধ্যা হলে এই রোডের যাত্রীদের ভোগান্তি পৌছে চরমে। সন্ধ্যায় মিনিবাসগুলো মুরাদপুর টু অক্সিজেন , অথবা মুরাদপুর টু হাটহাজারী পর্যন্ত চলাচল করে ফলে অক্সিজেন থেকে ফতেয়াবাদ গন্তব্যের যাত্রীদের ভোগান্তি বাড়ে। প্রতিদিন সন্ধ্যায় নিউমার্কেট, মেহেদিবাগ, ২নং গেইট, মুরাদপুরে দেখা যায় ৩ নং রোডের গাড়ির জন্য অপেক্ষামান যাত্রীদের জটলা। এসব রোডের যাত্রীদের ভোগান্তি দেখার যেন কেউ নেই । তাই যাত্রীদের ভোগান্তি লাগবে দ্রুত বাস সার্ভিস চালু সহ সব যাত্রী সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরী ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!