প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার । ২৭ জুলাই দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বলে জানান মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো. মিজানুর রহমান।

তিনি জানান, সিএমপি চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮টি নকল স্বর্ণের বার (পিতলের তৈরী), ক্যারেট লেখার ডাইস ২টি, পপলার পিতল পলিশ ২টি, হাতুড়ি ১টি, ডিজিটাল স্কেল ১টি, হিসাবের ডায়েরি ১টি, সিরিজ পেপার ৫টি ও চুক্তিনামার ফটোকপিসহ মো. আমির হোসেন প্রকাশ নুরু (৪৫), মো. রাশেদ (৩০), মো. আব্দুল গফুর (৩৫) নামের তিন প্রতারককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রজ্জু করা হয়েছে।

এইচটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!