পুলিশকর্তার রহস্যের অনীহায় বাগানবিলাস ভাঙচুরের মামলা নিচ্ছে না পুলিশ

কাজীর দেউড়িতে হামলা লুটপাট মারধর

চট্টগ্রাম নগরের স্টেডিয়াম এলাকায় সুইমিংপুল লাগোয়া বাগানবিলাসে হামলা করেছে কোতোয়ালী থানা বিএনপির সভাপতিসহ অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা বাগানবিলাস প্রকল্পের আওতায় নৌকা, ফোয়ারা ও চট্টগ্রামের ঐতিহ্যের সিএনজিসহ কয়েক লাখ টাকার মালামাল ভাংচুর করে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের অতিরিক্ত কমিশনার পলাশ কান্তি নাথ মামলাটি নথিভুক্ত হওয়ার আগ মূহুর্তে সেটি নিতে রহস্যজনকভাবে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বাগানবিলাসে হামলার সময় ইতালির ব্যান্ডের পাঁচটি মটরও নিয়ে যায় সন্ত্রাসীরা। মারধর করা হয় কয়েকজন কর্মচারীসহ নারী সিকিউরিটি গার্ডদের।

এ ঘটনা বাগানবিলাস কর্তৃপক্ষ কোতোয়ালী থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে।

বাগানবিলাস কর্তৃপক্ষ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান, জামালখানের মাদকব্যবসায়ী মো. মাহাতাব উদ্দিন আহমেদ সাজুসহ ৭০-৮০ জন অজ্ঞাত সন্ত্রাসী বাগানবিলাসে হামলা চালায়। এ ঘটনার আগে কাজীর দেউড়ি এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বাগানবিলাসে হামলার ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে ঘটনা নিশ্চিত হয়েছে। তবে এটি আরও অধিকতর তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাগানবিলাসের নির্বাহী এস কে মাহমুদ হিরো চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঘটনার সব তথ্য উপাত্ত পুলিশকে দেওয়া হয়েছে। মামলাটি নথিভুক্ত হওয়ার আগ মূহুর্তে সিএমপির এডিসি পলাশ কান্তি নাথ অনীহা দেখান।’

বিশ্বজিৎ/এমএহক/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!