পাঁচ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি ধরা

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে পাঁচ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন উখিয়া জামতলা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে মো. ইলিয়াছ (২৮) ও টেকনাফের দক্ষিণ লাম্বুরি এলাকার আবুল খায়েরের ছেলে আব্দুর রহমান (২৫)।

অপরদিকে সকাল সাড়ে নয়টায় লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ি থেকে দুই যাত্রীকে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তারা হলেন বাঁশখালী ফুলছড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে কায়সার (২৯) ও কক্সবাজার পৌরসভা এলাকার আবুল কাশেমের ছেলে সাহাব উদ্দিন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পটিয়া থানায় মামলা রুজু করে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!