পতেঙ্গায় বিমান বাহিনীর উদ্যোগে সড়কে জীবাণুনাশক

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) ঘাঁটি জহুরুল হকের উদ্যোগে পতেঙ্গা এলাকায় নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জীবাণুনাশক ছিটানো শুরু হয়।

এসময় বিমান বাহিনীর ওয়াটার ভ্যাহিকেল দিয়ে সিমেন্ট ক্রসিং মোড় থেকে কাটগড় বাজারের মূল সড়কে জীবাণুনাশক ছিটানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলামের দিকনির্দেশনায় এ কার্যক্রম গ্রহন করা হয়।

এ বিষয়ে বিএএফ ঘাঁটি জহুরুল হকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফ্লাইট ল্যাফটেন্যান্ট জিএম মো. আলাউদ্দিন খান বলেন, জাতির এ সংকটাপূর্ণ মুহুর্তে বিমান বাহিনীর এ সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল বারেক কোম্পানি, সমাজকর্মী শওকত রানা, ব্যবসায়ী মাহমুদুল হক (ফুল মাহমুদ), নাজিম উদ্দিন, ইসমাঈল, সাংবাদিক সাকিব।

ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল বারেক কোম্পানি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিএএফ পতেঙ্গা করোনা ভাইরাস প্রতিরোধে যে সামাজিক কর্মসূচি হাতে নিয়ে তার জন্য এলাকাবাসী কৃতজ্ঞ।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!