চট্টগ্রামে জরুরি ওষুধের চাহিদা বেড়েছে হঠাৎ, সঙ্গে দামও

করোনা আতঙ্কে অনেকে ওষুধ কিনে ঘরে মজুদ করছেন

করোনা ভাইরাসের কারণে সপ্তাহখানেক আগে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীর ফার্মেসিগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, থার্মোমিটারসহ আরও কিছু সরঞ্জামের দাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে। এসবের সাথে এবার বেড়েছে কয়েকটি এন্টিবায়োটিক, প্যারাসিটামল, সিভিটের মত ওষুধের দাম। সরবরাহ না থাকার কারণে নগরের অনেক ফার্মেসিতে দেখা দিয়েছে জরুরি অনেক ওষুধের সংকট।

সপ্তাহখানেক আগে ঢাকায় করোনা ভাইরাসে রোগী মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর চট্টগ্রাম নগরের ফার্মেসিগুলোতে হঠাৎ করে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, থার্মোমিটারের কেনার জন্য মানুষের লাইন পড়ে যায়। চাহিদা বাড়ার কারণে নগরের হাজারী লেইনসহ বিভিন্ন দোকানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও থার্মোমিটার তিনগুণ দামেও বিক্রি হতে দেখা যায়। এ কারণে ওষুধ প্রশাসন ও প্রশাসনিক মোবাইল কোর্ট হাজারী লেইনের বিভিন্ন দোকান ছাড়াও উপজেলা পর্যায়ে অভিযান চালিয়ে অনেক দোকানদারকে জরিমানাও করেছে। তবে করোনা সংকটে সপ্তাহ পার হলেও ফার্মেসিগুলোতে এসব পণ্যের সংকট কাটেনি, উল্টো তীব্র হয়েছে। অনেক অসাধু ব্যবসায়ী এই সুযোগে স্পিরিটের সঙ্গে সবুজ রং মিশিয়ে হ্যান্ড স্যানিটাইজার নামে চড়া দামে বিক্রি করে মানুষকে প্রতারিত করছে।

এসব সংকটের সঙ্গে এবার যোগ হয়েছে এন্টিবায়োটিক এজিথ্রোমাইসিন, সেপোরক্সিজম, ট্যাবলেট ও পাউডার পর সাসপেনশন, প্যারাসিটামাল ৬২৫ ও ক্যাফেইন ট্যাবলেট ও সিরাপ, সাপোজিটরি, ফেক্সোফেনাডিন, সিভিট, মনট্যালুকাস্টের মত ওষুধের সংকট। এর মধ্যে এজিথ্রোমাইসিন, প্যারাসিটামল ৬২৫ ও ক্যাফেইন, সিভিট, ফেক্সোফেনাডিনের সংকট প্রকট ধারণ করেছে। প্রথম সারির কয়েকটি ওষুধ কোম্পানি এসব ওষুধ সরবরাহ না করায় সংকট অনেক বেড়েছে।

সিজনাল ফ্লুর কারণে সর্দি রোগী হলে অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ও এন্টিহিস্টামিন, প্যারাসিটামলসহ নানা ওষুধ কিনে সেবন করছেন। অনেকে আবার আগে থেকে ওষুধ কিনে ঘরে মজুদ রাখছেন।

সরেজমিনে গিয়ে নগরের হাজারীগলি, মুরাদপুর, বহদ্দারহাট, চট্টগ্রাম মেডিকেল কলেজ গেইট, গোলপাহাড় মোড় এলাকায় গিয়ে দেখা গেছে ফার্মেসিগুলোতে প্রচুর ক্রেতার ভিড়। নগরীর পাইকারি ওষুধের বাজার হাজারী গলিতে গিয়ে বুধবার (২৫ মার্চ) দেখা যায়, স্বাভাবিকের চেয়ে তিন থেকে চারগুণ ক্রেতাদের ভিড়। বেশিরভাগ ক্রেতাই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, থার্মোমিটার, এজিথ্রেোমাইসিন, সেফিকজিম পাউডার ছাড়াও সাসপেনশন, প্যারাসিটামল ও ক্যাফেইন সিরাপ সাপোজিটরি, ফেক্সোফেনাডিন, সিভিট, মনট্যালুকাস্টের মত ওষুধ কিনতে চান।

অনেক পাইকারি ও খুচরা ক্রেতাকে প্যারাসিটামল ট্যাবলেট, সিরাপ, ফেক্সোফেনাডিন, সিভিট, সাপোজিটরি দ্বিগুণ দামে কিনতেও দেখা যায়। রাউজান থেকে আসা পাইকারি ক্রেতা সবুজ জানান, ‘ক্রেতাদের চাহিদা বাড়ায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। আমরাও বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করব, করার কিছু নেই।’

রবিউল আলম নামের এক ওষুধ ক্রেতা জানান, ‘স্বাভাবিকের চেয়ে বেশি দামেও প্যারাসিটামলের মত ট্যাবলেট পাওয়া যাচ্ছে না। একটি দোকান থেকে দ্বিগুণ দামে কিনেছি। আরও অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না।’

সুরেশ বড়ুয়া নামের এক পাইকারি ব্যবসায়ী বলেন, ‘আমরা অনেক ওষুধ কোম্পানি থেকে পাচ্ছি না। এজিথ্রোমাইসিন এন্টিবায়োটিকের দৈনিক চাহিদা যেখানে হাজার বক্সের, সেখানে পাইকারি দোকানে সরবরাহ করা হচ্ছে মাত্র তিন বক্স। তাহলে খুচরা পর্যায়ে কী অবস্থা হবে ভেবে দেখুন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো জাকির হোসেন বলেন, ‘ঋতু পরিবর্তনে সিজনাল ফ্লুর কারণে অনেকের সর্দি-কাশি হতে পারে। এতে আতংকিত হওয়া ঠিক নয়। ডাক্তারের পরামর্শে এটি সহজে সেরে উঠে। সব সর্দি-কাশিকে করোনা মনে করা কিংবা করোনার ভয়ে ওষুধ কেনার প্রতিযোগিতার কারণে কিছু কিছু ওষুধের সংকট দেখা দিয়েছে। মানুষকে আতংকিত না হয়ে সচেতন হতে হবে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!