পটিয়া পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ৭ বসতঘড়

পটিয়া পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিদের দাবি।

পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে পৌরসভার ৬ নম্বর ওয়াডে ৬টি ও উপজেলার শাহগদি মার্কেট সংলগ্ন জঙলখাইন ইউনিয়নের ২ নম্বর ওয়াডের পাইরোল পালপাড়ায় ১টি বসতঘর পুড়ে গেছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে দেখতে যান এবং সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। দুপুর একটার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান ও শাহগদী মার্কেটস্হ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ পরিবার গুলোকে দেখতে যান। তিনি এসময় প্রশাসনের তরফ হতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!