পটিয়ায় খালের উপর মার্কেট নির্মাণের অভিযোগ

পটিয়ায় খালের উপর মার্কেট নির্মাণের অভিযোগ 1পটিয়া প্রতিনিধি : পটিয়া পৌর কর্তৃপক্ষ কর্র্তৃক পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জায়গা ও খালের উপর অবৈধভাবে মার্কেট নির্মাণের উপর ৮মে সোমবার স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত। বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য ও সাবেক ছাত্র খোরশেদ আলম পেয়ারু’র দায়ের করা মিছ মামলা নং-৮২২/১৭ এর প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এ মামলায় পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ঠিকাদারী প্রতিষ্ঠান আজাদ এন্টারপ্রাইজের মালিক আজাদুর রহমান আজাদ ও ঠিকাদারের সুপারভাইজার নজরুল ইসলাম কে বিবাদী করা হয়। ৮মে সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলার শুনানী শেষে আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন। উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখাসহ শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ওসি পটিয়াকে নির্দেশ দেন। আদালতে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, পটিয়া পৌরকর্তৃপক্ষ পৌরসভার আনোয়ারা রোডের পাশে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জায়গা ও খালের উপর মার্কেট নির্মাণ কাজ শুরু করে। এতে পটিয়া স্কুলের প্রাক্তন ছাত্রসহ সচেতন মহলে মার্কেট নিয়ে বিভিন্ন প্রশ্নের অবতারণা হয়। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পটিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম গত ৩০ এপ্রিল উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করেন। এর প্রেক্ষিতে স্থানীয় ও জাতিয় বিভিন্ন পত্র পত্রিকাসহ গণমাধ্যমে এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরবর্তীতে বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় দাতা সদস্য ও সাবেক ছাত্র খোরশেদ আলম উক্ত মামলা দায়ের করেন। এতে বিজ্ঞ আদালত বিরোধপূর্ণ জায়গায় স্থিতিবস্থা বজায় রাখাসহ শান্তিশৃংখলা বজায় রাখা এবং দখল বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য পটিয়া থানার ওসিকে নির্দেশ দেন। আগামী ১০ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!