নিহত সহযোদ্ধাদের স্মরণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে প্রদীপ প্রজ্বলন

প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের চার নেতাসহ নিহত সকল সহযোদ্ধাদের স্মরণ রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।

নিহত সহযোদ্ধাদের স্মরণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে প্রদীপ প্রজ্বলন 1

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, তৈদিমং, কুতুকছড়ি, ভূইয়াদাম এলাকাবাসীর ব্যানারে সড়কের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন করা হয়। এই কর্মসূচিতে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করেন।

কুতুকছড়ি আবাসিক এলাকার কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুতুকছড়ি এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রদ্ধাপূর্ণা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক তনুময় চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সভাপতি রিপনা চাকমা।

এসময় বক্তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জিইয়ে রাখতে শাসকগোষ্ঠী ভ্রাতৃঘাতী সংঘাত চলমান রাখতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের ভাইদের খুন, গুম, অপহরণ করা হচ্ছে। নারীদের ধর্ষণ নিপীড়ন-নির্যাতন অব্যাহত আছে। আমাদের এসব অপতৎপরতার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে, প্রতিরোধ করতে হবে।’

এর আগে গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ের অনিল পাড়ায় ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনার পর পানছড়ি বাজার বর্জনসহ রাঙামাটি-খাগড়াছড়িতে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রোববার সড়কের বিভিন্ন এলাকাবাসী ব্যানারে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হলেও এটি মূলত ইউপিডিএফের কর্মসূচি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!