নির্দেশ অমান্য করে রড–সিমেন্ট বিক্রি, পৌর কাউন্সিলরকে জরিমানা

রাঙামাটির বাঘাইছড়িতে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ না মেনে রড-সিমেন্ট বিক্রি করছিলেন নুর ট্রেডার্সের মালিক পৌর কাউন্সিলর মো. নাজিম উদ্দিন।

বুধবার (২২ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের অভিযানে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদর ও চৌমুহনীসহ বিভিন্ন সড়কের মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সরকারি আদেশ অমান্য করে অযথা রাস্তায় বের হওয়া ১৬টি মোটরসাইকেল চালককে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৫টি অটোরিক্সাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- আমরা রাতদিন মনিটরিং করে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। যারা সরকারি নিয়ম মানছেন না তাদের কিছুটা জবাবদহিতার আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।

এ অভিযান চলমান থাকবে। বাঘাইছড়ি থানা পুলিশের মোবাইল টিমের সদস্য ও আনসার কমান্ডার আবুল বাশার অভিযানে উপস্থিত ছিলেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!