ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ‘গুরু প্রথা’ অনলাইন কর্মশালা নিবন্ধন শুরু

ভারতীয় হাইকমিশন ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ‘গুরু প্রথা’ শীর্ষক একটি অনলাইন কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। ইতোমধ্যে শুরু হয়েছে এই কর্মশালার নিবন্ধন কার্যক্রমও।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সূত্রে জানা গেছে, ‘গুরু প্রথা’ শীর্ষক এই অনলাইন কর্মশালায় বিখ্যাত প্রশিক্ষকগণ নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, রবীন্দ্রনৃত্য, ভরতনাট্যম, মনিপুরী উচ্চাঙ্গনৃত্য এবং ওড়িশি নৃত্যসহ গান ও নাচের প্রশিক্ষণ দেবেন।

আগামী ৫ মে পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। ১০ মে থেকে শুরু হবে এই কর্মশালা।

https://www.hcidhaka.gov.in/igcc_reg লিংকে গিয়ে এই কর্মশালার নিবন্ধন করা যাবে। নিবন্ধন সকলের জন্য উন্মুক্ত এবং অগ্রাধিকার ভিত্তিতে সকলে নিবন্ধন করতে পারবেন।

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!