নাইক্ষ্যংছড়িতে ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 1

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : উপজেলার ঘুমধুম ইউনিয়নে ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
শুক্রবার (২জুন ) এ ত্রাণ বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আকতারুজ্জমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশলা মার্মা, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত আর্চজ্য, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদ কবির, ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এরশাদ উল্লাহ প্রমূখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!