নগরীতে গুজব রটানোর দায়ে আটক ১

ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা বিভিন্ন গুজব ভিডিও শেয়ার করার দায়ে একজনকে আটক করেছে র‌্যাব। নগরের আকবরশাহ থানাধীন এ কে খান এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। আটককৃতের নাম রাহাত কবির (২২)।

শনিবার (২৪ আগস্ট) রাতে গুজব রটানোর কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট ও ২টি সিম কার্ডসহ তাকে আটক করা হয়।

আটককৃত মো. রাহিদুল ইসলাম প্রকাশ রাহাত কবির (২২) ভোলা জেলার বোরহান উদ্দিন থানার হাসান নগর গ্রামের তছলিম মুন্সীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, ‘রাহাত তার ফেসবুক আইডি ইংরেজীতে ‘রাহাত কবির’ থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর তথ্য, বিভিন্ন ছবি-ভিডিও প্রচারসহ অন্যের পোস্ট শেয়ার করে নানা রকম গুজব রটানোর কাজে লিপ্ত ছিলেন।’

জিজ্ঞাসাবাদে রাহিদুল ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান।

অভিযুক্তকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!