নওফেলের করোনা প্রতিরোধক বুথ বসছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে

‘আপনার পুরাতন মাস্কটি ডাস্টবিনে ফেলে বাটন টিপে হ্যান্ডসেনিটাইজার করে আপনি পরে নিতে পারবেন নতুন মাস্ক।’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মেডিকেলসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় বসছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের করোনা প্রতিরোধক বুথ। কোতোয়ালী আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে এই করোনা প্রতিরোধক বুথ বসানো হচ্ছে। এটিএম বুথের আদলে নির্মিত এই বুথে হাত বাড়ালেই মিলবে বিনামূল্যে হ্যান্ডসেনিটাইজার ও মাস্ক।

শুক্রবার (৯ জুলাই) বিকাল ৩ টায় নগরীর আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সম্মুখে ও করোনা আইসোলেশন সেন্টারের সামনে করোনা প্রতিরোধক বুথের উদ্ধোধন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এসময় আরও উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক তরুণ আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, আন্দরকিল্লাহ ওয়ার্ড কাউন্সিলর জহরুর লাল হাজারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল।

এ সময় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কোন বিকল্প নেই। এই দুটি প্রয়োজনীয় জিনিস সাধারন জনগনের কাছে সহজলভ্য করতে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলে মনে করি। এ সেবামূলক কার্যক্রমের ফলে জনগণ করোনা থেকে অনেকাংশে রক্ষা পাবে।’

এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘শিক্ষা উপমন্ত্রীর পরামর্শে মহামারীর শুরু থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই করোনা প্রতিরোধক বুথ গড়ে তুলেছি। এটি এখন শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশের ৪৪টি জেলায় আমরা ছাড়িয়ে দিয়েছি। যাতে করে সাধারন মানুষ সহজে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে পারে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। দ্রুত সময়ের মধ্যে দেশের সবকটি জেলায় এই বুথ ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!