দেশে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ২১৯, মৃতের সংখ্যা বেড়ে ৫০

ডাক্তারসহ মারা গেলেন আরও ৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২১৯ জন। এক ডাক্তারসহ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

এ নিয়ে দেশে মোট সংক্রমিত হয়েছেন ১২৩১ জন। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

২৪ ঘণ্টায় দেশে ১৭৪০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। এই সাতজনসহ দেশে এখন মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪৯। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২১৯ জন শনাক্ত হয়েছেন। এর ফলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।

মৃত ৪ জন ব্যক্তির সকলের বয়স ৩৫ থেকে ৭০ বছরের মধ্যে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ১জন মহিলা। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে আজ (বুধবার) পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ান্টাইনে আছে ৫৪৫ জন। আইসোলেশনে আছে ৭১ জন।

এদিকে চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১২ জন। এই নিয়ে মোট আক্রান্ত সংখ্যা ২৭। তার মধ্যে এক প্রতিবন্ধী শিশু, এক বৃদ্ধ, এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষ।

দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে সিলেটের করোনা আক্রান্ত চিকিৎসক অধ্যাপক ডা. মইনুদ্দিন মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!