দেশের জন্য সকল শ্রমিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে বললেন উপমন্ত্রী নওফেল

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রমিক সংগঠনগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে যেতে হবে। সাধারণ শ্রমিকরা যাতে করে ন্যায্য পারিশ্রমিক পায় সেদিকে যথাযথ খেয়াল রাখতে এবং তাদের অধিকার আদায়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান, হেলাল আকবর চৌধুরী বাবর, শ্রমিকলীগ নেতা জসিম উদ্দিন, লায়লা আক্তার এটলী, নায়েবুল ইসলাম ফটিক।

সভায় সভাপতিত্ব করেন চটগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ ও সঞ্চালনায় ছিলেন তোফাজ্জল হোসেন জিকু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!