দুর্ঘটনার কবলে চসিক মেয়র রেজাউলের গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তবে মেয়রের সরকারী গাড়িটি সামনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও অক্ষত আছেন মেয়র।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আখতারুজ্জামান উড়াল সড়কের সানমার শপিং সেন্টারের সামনের অংশে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, বহদ্দারহাট থেকে মেয়র সিটি করপোরেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় মেয়রের গাড়ি ও প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি মাঝখানে একটি সিএনজি অটোরিকশা ঢুকে পড়ে। এমন সময় মেয়রের গাড়িটি দ্রুত ব্রেক করলেও সিএনজির সাথে ধাক্কা লাগে। তাতে মেয়রের গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার পর মেয়রকে অন্য আরেকটি গাড়িতে করে দ্রুত সিটি করপোরেশনের অফিসে নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিষয়ে মেয়রের একান্ত সচিব আবুল হাশেমকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান,দুর্ঘটনা ঘটলেও মেয়র আঘাতপ্রাপ্ত হননি। তিনি অফিস করছেন। গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!