দুই বিমানকে ঢাকায় নামতে দিল না কুয়াশা, চট্টগ্রামে অবতরণ

ঘন কুয়াশার কারণে মালয়েশিয়া ও দুবাই থেকে আসা দুটি বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ দুটি বিমানের একটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও অপরটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এছাড়াও চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরমুখী বিমানগুলোর সিডিউলেও বিপর্যয় ঘটিয়েছে কুয়াশা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দর থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ও দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ড্রিম লাইনার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যান্ড করেছে। এর মধ্যে ১৩৫ জন যাত্রী নিয়ে ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকায় ও ২৬৩ জন যাত্রী নিয়ে ড্রিম লাইনারটির সিলেটে অবতরণ করার কথা ছিল।

এ দুটি ফ্লাইটের একটি সকাল সাড়ে ৭টায় অপরটি সকাল ৮ টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। ঘন কুয়াশা কেটে গেলে বিমানগুলো পুনরায় ঢাকা ও সিলেটে ফিরে যাওয়ার কথা রয়েছে।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!