দক্ষিণ চট্টগ্রামের ৫০ গ্রামে পালিত হলো কোরবানির ঈদ

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আযহা উদযাপন হয়েছে শনিবার (৯ জুলাই)।

দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মুরিদরা প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ পালন করলেন।

মির্জাখীল দরবারের অনুসারীরা প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল আযহা উদযাপন করে আসছেন।

দরবার শরীফের মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত ঈদের নামাজের ইমামতি করেছেন মির্জাখীল দরবারের বড় শাহজাদা ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

মির্জাখীল দরবার শরীফ সূত্রে জানা যায়, সাতকানিয়ার সোনাকানিয়া, মির্জাখীল, গারাংগিয়া, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ শনিবার ঈদ উল আযহা পালন করছেন।

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরাও ঈদ পালন করছেন।

মির্জাখীল দরবারের ছোট শাহজাদা মোহাম্মদ মছউদুর রহমান ও মুরিদ রাশেদুল ইসলাম বলেন, ‘আমাদের পুরো গ্রামের মানুষ যারা দরবারের ভক্ত তারা আজ শনিবার ঈদ উল আযহার ঈদের নামাজ শেষ করে ঈদ পালন করছেন।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অন্তত অর্ধশতাধিক গ্রামে থাকা দরবার শরীফের মুরিদরাও ঈদ পালন করছেন ও কোরবানী দিচ্ছেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরা একইসঙ্গে ঈদ পালন করছেন।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!